|
Date: 2024-07-24 13:08:31 |
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী অস্থিরতার মধ্যে রেল চলাচল বন্ধের এক সপ্তাহ পর আগামীকাল বৃহস্পতিবার থেকে কারফিউ শিথিল হওয়ার সময় সীমিত পরিসরে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু করবে।জানতে চাইলে রেলপথ মন্ত্রণালয়ের সচিব হুমায়ুন কবীর আজ বিকেলে গণমাধ্যমে একথা জানান।
হুমায়ুন কবীর বলেন, আগামীকাল কারফিউ শিথিল হওয়ার সময় ঢাকা-নারায়ণগঞ্জ, ঢাকা-টঙ্গী রুটসহ রেলওয়ের পূর্ব ও পশ্চিম উভয় অঞ্চলের অন্যান্য রুটেও স্বল্প দূরত্বে কমিউটার ট্রেনগুলো চলাচল করবে।
তিনি আরও বলেন, ‘পরিস্থিতি বিবেচনা করে সার্বিকভাবে দূরপাল্লার ট্রেন চলাচলের বিষয়ে আমরা আগামীকাল আলোচনা করে সিদ্ধান্ত নেব।’সচিব বলেন, মালবাহী ট্রেনগুলি আজ থেকে কার্যক্রম শুরু করেছে, অন্যান্য ট্রেন পরিষেবা বন্ধ থাকার সময় তেল ট্যাঙ্কার বহনকারী ট্রেনগুলি বাধাহীন ছিল।
দেশের বিভিন্ন স্থানে সহিংসতার মধ্যে বাংলাদেশ রেলওয়ে ১৮ জুলাই বিকেল থেকে সমস্ত ট্রেন চলাচল বন্ধ রাখে।
© Deshchitro 2024