সারা দেশের ন্যায় আগামী ৩০ শে জুলাই থেকে ৫ আগষ্ট পর্যন্ত সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ উদ্যাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

সিনিয়র উপজেলা মৎস্য অফিসার তুষার মজুমদার জানান, “ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মাট বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্যাপন কমিটি -২০২৪ কর্তৃক আগামী ৩০ শে জুলাই থেকে ৫ আগষ্ট পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ উদ্যাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গৃহিত হয়েছে।

কর্মসূচি সমূহের মধ্যে রয়েছে ব্যাপক প্রচার প্রচারণা, মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহিত কার্যক্রম বিষয়ে মতবিনিময় সভা, দিবসটি উপলক্ষে র‌্যালী, উদ্বোধন অনুষ্ঠান, আলোচনাসভা, মাছের পোনা অবমুক্তকরণ, মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে প্রামান্য চিত্র প্রদর্শন, মৎস্য সম্পদের স্থায়িত্বশীল এবং সর্বোত্তম ব্যবহার বিষয়ে মতবিনিময়, মৎস্য চাষিদের মাছ চাষ বিষয়ক বিশেষ পরামর্শ সেবা প্রদান,পুকুর/ জলাশয়ের পানির ভৌত রাসায়নিক পরীক্ষা, নিরাপদ প্রাণিজ আমিষের প্রধান উৎস হিসাবে মৎস্য খাতে টেকসই উন্নয়ন নিয়ে তরুণদের ভাবনা শীর্ষক মতবিনিময়, কুইজ প্রতিযোগিতা, সুফলভোগীদের প্রশিক্ষণ ও বিভিন্ন উপকরণ বিতরণ ও জাতীয় মৎস্য সপ্তাহের মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান।

  সিনিয়র উপজেলা মৎস্য অফিসার তুষার মজুমদার উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে সপ্তাহব্যাপী উপজেলা সদর ও বিভিন্ন ইউপির বিভিন্ন গ্রামে এ সকল কার্যক্রম বাস্তবায়ন করা হবে। জানা যায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার সম্মতি জ্ঞাপন করেছেন সাতক্ষীরা-৪ আসনের এমপি এস এম আতাউল হক দোলন।



প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024