|
Date: 2024-07-29 03:29:49 |
কক্সবাজারে জেলা আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসনের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান।
সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ সাইমুম সরওয়ার কমল,এতে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) ছৈয়দ মুহাম্মদ ইবরাহিম। সভায় পুলিশ সপাুর মাহাফুজুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী,কক্সবাজার পৌরসভার মেয়র মাহাবুবুর রহমান চৌধুরী মাবুসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এতে সিদ্ধান্ত হয় যে, ভিডিও ফুটেজ দেখে না'শ'ক'তা'কা'রিদের বি'রু'দ্ধে ব্যবস্থা নেয়া হবে। একইসাথে কক্সবাজারের না'শ'ক'তা'র ই'ন্ধ'ন'দা'তাদে'রও খুঁজে বের করা হবে। তবে কোনো নির্দোষ ব্যক্তিকে যেনো মা'ম'লা'য় জড়ানো না হয় সে দিকে লক্ষ্য রাখার সিদ্ধান্ত হয়।
সভায় কক্সবাজারের সার্বিক পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করা হয় এবং জনগণের জা'নমা'লের নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের উদ্যোগ নেয়ার কথা জানানো হয়।
সভায় না'শ'ক'তা'কা'রি'দের জন্যে রাজনীতিবিদেরা যেনো কোনো সুপারিশ বা তদবির না করেন এ বিষয়ে সতর্ক করা হয়।
© Deshchitro 2024