|
Date: 2024-07-29 16:40:15 |
দেশবিরোধী নৈরাজ্য, অস্থিরতা সৃষ্টির অভিযোগে জামায়াত-শিবিরের রাজনীতির সুযোগ নিষিদ্ধ করার ব্যাপারে সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন রাজনৈতিক জোট ১৪ দল। যা সরকার বাস্তবায়ন করবে।
২৯ জুলাই, সোমবার বিকেল সাড়ে ৫টায় গণভবনে অনুষ্ঠিত কেন্দ্রীয় ১৪ দলের বৈঠক থেকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
বৈঠক শেষে রাত সাড়ে ৮টার দিকে গণভবনের গেটে সাংবাদিকদের এ কথা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এসময় জোটের কেন্দ্রীয় নেতা ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন জানান, ১৪ দলের সভায় আমরা সর্বসম্মতিক্রমে জামায়াত-শিবিরকে নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছি। এখন এটি বাস্তবায়নের দায়িত্ব সরকারের।
এসময় ১৪ দলের কেন্দ্রীয় নেতা জাসদ সভাপতি হাসানুল হক ইনুসহ জোটের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
© Deshchitro 2024