নোয়াখালীর সোনাইমুড়ীতে নাশকতার চেষ্টায় ছাত্রদলের কেন্দ্রীয় নেতা সহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার(২৯ জুলাই) রাতে অভিযানের মাধ্যমে তাদের গ্রেফতার করে সোনাইমুড়ী থানা পুলিশ।


গ্রেফতারকৃতরা হচ্ছেন, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ও তেজগাঁও কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ নাজমুল আহসান সোহেল(৩৫)। তিনি দেওটি ইউনিয়ন পিতম্ববরপুর গ্রামের মোঃ সেলিমের ছেলে। 


জামায়াত ইসলামের সোনাইমুড়ী উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন(৪৭)। তিনি জয়াগ ইউনিয়নের কেগনা গ্রামের মৃত মজিবুল হকের ছেলে। 


বারগাঁও ইউনিয়নের জামায়াত ইসলামের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম(৫০)। তিনি রাজিবপুর গ্রামের মোখলেসুর রহমানের ছেলে।


আমিশাপাড়া ইউনিয়ন ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক আব্দুর রহিম(২০)। তিনি আমিশাপাড়া গ্রামের নুরুল আমিনের ছেলে।


গ্রেফতারকৃতদের সোনাইমুড়ী থানায় বিশেষ ক্ষমতা আইনের ১৬ নং মামলায় আটক দেখিয়ে আদালতে প্রেরণে করা হয়েছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024