|
Date: 2024-07-31 08:58:13 |
শ্যামনগরে নবাগত ইউএনও ডা. সঞ্জিব দাশের মতবিনিময়
রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় নবযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসারের এক মতবিনিময় সভা বুধবার(৩১ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ জামান সাঈদ। উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল রিফাতের সঞ্চালনায় সভায় সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার ডা. সঞ্জিব দাশ বলেন কেন্দ্রিয় সরকারের একজন প্রতিনিধি হিসাবে তিনি সকলের মতামত গ্রহণ করবেন। তিনি সকলের সহায়তা চান।
সম্মানিত অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.এ কে এম আব্দুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলাম, ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ জাফরুল আলম বাবু, বীরমুক্তিযোদ্ধা দেবী রঞ্জন মন্ডল প্রমুখ।
ছবি- শ্যামনগরে নবযোগদানকৃত ইউএনও ডা.সঞ্জিব দাশকে ফুলের শুভেচ্ছা প্রদান করছেন উপজেলা চেয়ারম্যান সাঈদ উজ জামান সাঈদ।
© Deshchitro 2024