|
Date: 2022-08-10 14:35:47 |
স্পোর্টস ডেস্ক :
তৃতীয় ওয়ানডেতে ১০৫ রানে সান্ত্বনার জয় পেয়েছে বাংলাদেশ। সিরিজের প্রথম দুই ম্যাচে হেরে হোয়াইটওয়াশের ভয় নিয়ে তৃতীয় ম্যাচে মাঠে নামলেও তামিম বাহিনী শেষটা ভালোই করেছে। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে ২১ বছর পর হোয়াইটওয়াশের দ্বারপ্রান্তে ছিল বাংলাদেশ। কিন্তু শেষ পর্যন্ত ধবলধোলাইয়ের লজ্জা এড়াল টাইগাররা।
বাংলাদেশের দেওয়া ২৫৭ রানের টার্গেটের বিপরীতে মাত্র ১৫১ রানে গুটিয়ে গেছে প্রতিপক্ষের ইনিংস। বাংলাদেশের বোলারদের দারুণ পারফরম্যান্সে ১০৫ রানের বড় জয়ে শেষ পর্যন্ত ১-২ ব্যবধানে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ করল তামিম ইকবালের দল। সেই সাথে শেষ হলো টাইগারদের জিম্বাবুয়ে সফর।
প্রথম দুই ওয়ানডেতে ৩০৩ ও ২৯০ রানের পর তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ থামল ২৫৬ রানে। প্রথম দুই ম্যাচ হারের পর হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে টাইগারদের স্কোরটা আরও লম্বা হবে--ভক্তরা অন্তত তাই আশা করেছিলেন। কিন্তু ইনিংস তো লম্বা হয়ইনি উল্টো এ ম্যাচেই সিরিজে সবচেয়ে জঘন্য ব্যাটিং প্রদর্শনী করে বাংলাদেশ। তবে ব্যাটারদের ব্যর্থতার দিনে উজ্জ্বল ছিল বোলাররা।
সব বোলারই তাদের নামের পাশে রেখেছেন উইকেটের সংখ্যা। বল হাতে শেষদিকে মুস্তাফিজুর রহমানের ৩ উইকেট শিকারের আগে ওয়ানডেতে অভিষেক হওয়া টেস্ট বোলার খ্যাত এবাদত হোসেনের দুই বলে দুই শিকারের সঙ্গে জোড়া উইকেট পায় তাইজুল ইসলাম। সেই সাথে মেহেদী হাসান মিরাজের স্পিন ঘূর্ণি আর তরুণ পেসার হাসান মাহমুদের আগুনঝরা বোলিংয়ে ১টি করে উইকেট শিকারে জিম্বাবুয়েকে অল্পতেই গুঁড়িয়ে দিতে সক্ষম হয় লাল-সবুজের দল।
৮৩ রানে ৯ ব্যাটারকে হারানোর পর দশম উইকেট জুটিতে রিচার্ড নাগাভারা-ভিক্টর নিয়াচির করা ৬০ রানের জুটিতে ম্যাচে উত্তেজনা ছড়ায়। একের পর এক বাউন্ডারি মারতে থাকেন তারা।
আজ নিজেদের ক্রিকেট ইতিহাসের ৪০০তম ওয়ানডে ম্যাচ খেলতে হারারে স্পোর্টস ক্লাব মাঠে নামে টাইগাররা।
আগের দুই ম্যাচের সম্পূর্ণ বিপরীত পারফরম্যান্স দেখা গেছে আজ টাইগারদের খেলায়। প্রথম দুই ম্যাচের মতো আজও টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে যায় বাংলাদেশ। যেখানে সিরিজ খোয়ানো দুই ম্যাচের প্রথমটায় ৩০৩ রান ও পরের লড়াইয়ে ২৯০ রানের বড় পুঁজি পায় দল। আজ সেখানে ৯ উইকেট হারিয়ে মাত্র ২৫৬ রান করতে পারে দল।
তাতে শঙ্কা জাগে বাংলাদেশের ২১ বছর পর জিম্বাবুয়ের বিরুদ্ধে হোয়াইটওয়াশ হওয়ার। সর্বশেষ জিম্বাবুয়ে বাংলাদেশকে সেই ২০০১ সালে ওয়ানডে ক্রিকেটে হোয়াইটওয়াশ করেছিল।
দিনের শুরুতে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় জিম্বাবুয়ে। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৫৬ রান করে বাংলাদেশ। ওপেনার এনামুল হক বিজয়ের ৭১ বলে ৭৬ এবং শেষদিকে আফিফ হোসেনের ৮১ বলে ৮৫ রানের অপরাজিত ইনিংস দুটিতে ভর করে সম্মানজনক স্কোর পায় বাংলাদেশ।
© Deshchitro 2024