
বগুড়ার সারিয়াকান্দিতে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী উপজেলা শাখার সভাপতি পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলেন মমতাজুর রহমান মন্ডল।
বুধবার (৩১ জুলাই) বিকেল ৪টায় সারিয়াকান্দি পাবলিক লাইব্রেরী এন্ড ক্লাবে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সভাপতি মমতাজুর রহমান মন্ডল। তিনি সংবাদ সম্মেলনে ব্যক্তিগত কারন দেখিয়ে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী সারিয়াকান্দি শাখা থেকে পদত্যাগের ঘোষনা দেন।
তার লিখিত বক্তব্য হুবহু তুলে ধরা হলো, “প্রিয় সাংবাদিকবৃন্দ, আমি মোঃ মমতাজুর রহমান মন্ডল, সভাপতি, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী, সারিয়াকান্দি উপজেলা শাখা, বগুড়া অদ্যই সারিয়াকাদি পাবলিক লাইব্রেরী এন্ড ক্লাবে উপস্থিত হয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আপনাদের জানাচ্ছি যে, আমি আমার ব্যক্তিগত কারণে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী, সারিয়াকান্দি উপজেলা শাখা, বগুড়া এর সভাপতি পদ থেকে পদত্যাগ করলাম। বিষয়টি গণমাধ্যমে প্রকাশ করার জন্য সাংবাদিকদের আহ্বান জানাচ্ছি।”