|
Date: 2024-07-31 13:58:38 |
আশাশুনি উপজেলার সরকারি কর্মকর্তাদের বসবাসের বিল্ডিং পুনঃ নির্মানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হবে। উপজেলা নির্বাহী অফিসারকে তাঁর সাথে যোগাযোগের আহবান জানিয়ে সাবেক স্বাস্থ্য মন্ত্রী ডাঃ আ ফ ম রুহুল হক এমপি বলেন, উপজেলার সকল উন্নয়নে আমি ও উপজেলা চেয়ারম্যান দুই ভাই মিলে কাজ করতে চাই। রাস্তা ঘাটের জন্য অনেক বরাদ্দ দেওয়া হয়েছে। নতুন প্রকল্পের জন্য কাজ চলছে। বুধবার (৩১ জুলাই) দুপুরে উপজেলা পরিষদের মাসিক সভায় এমপি রুহুল হক একথা বলেন। তিনি আরও বলেন, দেশের কোন গ্রাম প্রাইমারী স্কুল বিহীন থাকবেনা। আশাশুনির যে সব গ্রামে স্কুল প্রতিষ্ঠার পর আটকে আছে সে ব্যাপারে তাঁর সাথে যোগাযোগ করার জন্য উপজেলা শিক্ষা অফিসারকে নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, সরকার সারা দেশে স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাতে কাজ করে যাচ্ছেন। তিনি মাননীয় প্রধানমন্ত্রীসহ বিভিন্ন মন্ত্রী ও সচিবদের সাথে বৈঠকে অংশ নিয়েছেন। আশাশুনির স্বাস্থ্য সেবার মান উন্নয়নে চেষ্টা অব্যাহত রাখবেন বলে তিনি জানান।
© Deshchitro 2024