|
Date: 2024-07-31 14:02:29 |
নড়াইলের লোহাগড়া উপজেলায় মধুমতি নদীর ভাঙ্গন অব্যাহত রয়েছে।
এমন পরিস্থিতিতে ঘরবাড়ি, আসবাবপত্র ও গৃহপালিত প্রাণীদের সরিয়ে নিতে দেখা গেছে নদী তীরবর্তী বাসিন্দাদের।ভিটামাটি হারিয়ে বিলাপ করতেও দেখা গেছে অনেককে।
উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই গ্রাম ঘুরে দেখা যায়, চাচই পশ্চিম পাড়া কবরস্থান নামে পরিচিত শত বছরের পুরনো একটি কবর স্থান নদী গর্ভে বিলীন হতে চলেছে।
স্থানীয়রা জানান, ২০২৩ সালেও নদী ভাঙনের মুখে পড়েছিল চাচই ও ধানাইড় গ্রাম । তখন উপজেলা প্রশাসনের উদ্যোগে ধানাইড় গ্রামে ৭০ মিটার পাড়ে জিওব্যাগ ফেলে জায়গাটি রক্ষা করা সম্ভব হয়। তবে তা থেকে ১০০ মিটার দুরে চাচই পশ্চিম পাড়া কবর স্থানে নদী ভাঙ্গন রোধে কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এবারের ভাঙনে রক্ষা করা কঠিন হয়ে পড়বে বলে মনে করছে তারা।
স্থানীয়দের দাবি, নদী ভাঙন থেকে বাঁচতে দ্রুত স্থায়ী সমাধানের ব্যবস্থা চান।
© Deshchitro 2024