যে তুমি, আমার হৃদয়ের পুরোটাই দখল করে বসে আছো _

আমি যেন হাজার বছর ধরে 

তোমারই প্রতীক্ষায় ছিলাম।

আমার মন-প্রাণ  সব কিছুই হরণ করেছো তুমি _

এখন আমি কি নিয়ে ঘরে ফিরি।

তুমি ভোরের শিশির, রক্তকমল; হংস মিথুন, এক গুচ্ছ রজনী গন্ধা।

তুমি দেবী, স্বর্গের অপ্সরী _

বিধাতার অপূর্ব সৃষ্টি।

তুমি অনিন্দ, সদ্য প্রস্ফুটিত রক্ত জবা 

আমার জীবনে অনন্যা _

তাইতো মনের অগোচরে হৃদয়ে

লিখা হয়ে গেছে তোমার নাম ।।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024