|
Date: 2022-11-07 06:49:26 |
ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু বলেছেন-সমবায় আন্দোলনকে আরও এগিয়ে নিতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ইতিবাচক পরিবর্তন সমবায়ের মাধ্যমেই সম্ভব।
মেয়র তার বক্তব্যে সমবায়ের উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রীর বিভিন্ন উদ্যোগকে তুলে ধরেন৷ তিনি আরও জানান সমবায়ের ধারণাকে কাজে লাগিয়ে ময়মনসিংহ সিটি কর্পোরেশনও প্রান্তিক পর্যায়ের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে। এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা সমবায় কর্মকর্তা মোঃ রবিন ইসলাম। ময়মনসিংহ জেলা সমবায় ইউনিয়নের সভাপতি মোঃ শাহজাহান পারভেজ এর সঞ্চালনায় অনুষ্ঠানে ময়মনসিংহ বিভাগের বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
© Deshchitro 2024