বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা
পূর্ব ঘোষিত কর্মসূচিতে অংশ হিসেবে চট্টগ্রাম  নিউমার্কেট মোড়ে বিক্ষোভ সমাবেশ করেন কোটা আন্দোলনকারী   শিক্ষার্থীরা। এ কর্মসূচিতে সাড়া দিয়ে নগরীর বিভিন্ন প্রান্ত থেকে জড়ো হন হাজার হাজার ছাত্র-জনতা।

শনিবার ( ৩ আগষ্ট)  দুপুর আড়াইটার দিকে শুরু হয় ছাত্র-জনতার এ সমাবেশ।

এসময় নিউ মার্কেট মুখি সকল  সড়ক ব্যারিকেড দিয়ে রাখে  শিক্ষার্থীরা। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়  নগরের রিয়াজ উদ্দিন বাজার আমতলি মোড়, স্টেশন রোড, সদরঘাট রোড, সিটি কলেজের মোড়সহ বিভিন্ন এলাকায়।
বেলা বাড়ার সাথে সাথে ছাত্র-জনতার চাপ বাড়তে পুরো  নিউমার্কেট এলাকায়।


বিক্ষোভকারীরা এ সময়  ' উই ওয়ান্ট জাস্টিস', ছাত্র হত্যার বিচার চাই, আমার ভাই মারলো কেন, বিচার চাই।’ 'স্বৈরাচার নিপাত যাক' ইত্যাদি স্লোগান দিয়ে পুরো  নিউমার্কেট এলাকা প্রকম্পিত করে তোলে।
এ সময় সমাবেশস্থলের আশেপাশে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা যায়নি।

এদিকে  নগরের জিইসি ও  আগ্রাবাদ বাদামতলী  মোড়ে অবস্থান নিয়ে সমাবেশ করে  ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024