|
Date: 2024-08-03 12:55:02 |
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় ৪০ বোতল ভারতীয় মদসহ মনির হোসেন (২৫) নামের মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে দোয়ারাবাজার থানা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে, দোয়ারাবাজার থানার এসআই মোঃ ফরিদ মিয়া, এএসআই হোসাইন মোহাম্মদ ফরহাদ সঙ্গীয় ফোর্সের সহায়তায় বাংলাবাজার থেকে বোগলা গামী পাঁকা রাস্তার উপর এই অভিযান পরিচালনা করে ৪০ বোতল মদসহ ১জন মাদক কারবারিকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত মাদক কারবারি হলেন দোয়ারাবাজার থানার পাইকপাড়া গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে মনির হোসেন (২৫)।
দোয়ারাবাজার থানা পুলিশ সুত্রে যানা যায়,গতকাল সোমবার (২৯ জুলাই ২০২৪) দিবাগত রাত সোয়া ১টার দিকে সংবাদের ভিত্তিতে দোয়ারাবাজার থানাধীন কিরণপাড়া গ্রামস্থ বাংলাবাজার থেকে বোগলাবাজার গামী পাঁকা রাস্তার উপর এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় আটককৃত আসামির নিকট থেকে ৪০ বোতল অফার'স চয়েজ নামক বিদেশি মদ উদ্ধার করা হয়।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল হাসান জানায়, এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
© Deshchitro 2024