শেরপুরে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের সংঘর্ষে ৩ জন নিহত ও অন্তত ৩০ জন আহত হয়েছেন। শেরপুর জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আনোয়ার হোসেন নিহতের তথ্য নিশ্চিত করেছেন।

আজ ৪ আগস্ট রোববার দুপুরে শহরের তিনানী বাজার এলাকায় শিক্ষার্থীরা মিছিল বের করলে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, শহরের তিনানী বাজার মোড়ে আন্দোলনকারীদের কয়েকজন প্রশাসনের গাড়ি ভাঙচুর করার চেষ্টা করে। এসময় প্রশাসনের টহল গাড়ি দ্রুত গতিতে এগিয়ে যাওয়ার সময় চাপা দিলে বেশ কয়েকজন আহত হন।

আহতদের শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। নিহত তিনজন হলেন– জেলা শহরের বাগরাকশা মহল্লার বাসিন্দা তুষার (২৪) এবং জেলা সদরের পাকুড়িয়া চৈতনখিলার আইটি উদ্যোক্তা মাহবুব (২৩) ও ঝিনাইগাতী উপজেলার পাইকুড়া গ্রামের শারদুল আশীষ সৌরভ (২২)। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024