|
Date: 2022-11-07 09:59:12 |
নাজিবুল বাশার, মধুপুর প্রতিনিধি:
টাঙ্গাইলের মধুপুরে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধন ২০০৪) এর ০৭ ধারা সংক্রান্ত মুলতবি থাকা জিআর ওয়ারেন্ট ভুক্ত যাবৎ জীবন কারাদন্ড ও বিশ হাজার টাকা অর্থদন্ডের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মালাউড়ী গ্রামের মতি মন্ডলের ছেলে আমিনুল ইসলাম মন্ডল (২৮) কে আটক করেছে। ৭ নভেম্বর মধুপুর পৌরসভাধীন মালাউড়ী এলাকায় মধুপুর থানায় কর্মরত চৌকস পুলিশ অফিসার এএস আই সাজেদুল, এএস আই মোস্তাফিজ ও এএস আই সায়েদুর তার ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করেন।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাজহারুল আমিন বিপিএম জানান, অভিযুক্ত আসামির নামে গত ২৬ মার্চ
২০১৯ সালে শরিয়তপুর জেলার নড়িয়া থানায় একটি নারী ও শিশু নির্যাতন
দমন আইনে মামলা হয়, মামলা নং (২৭) ২৬/৩/২০১৯,
জিআর নং ৬৮/১৯,
নাঃ শিঃ ১৪৫/১৯, ধারা নারী শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধন ২০০৪) এর ০৭ ধারা।
তিনি দীর্ঘদিন যাবত পলাতক ছিলেন।
সাজাপ্রাপ্ত
আসামি আমিনুল মন্ডলকে গ্রেফতার করে ৭
নভেম্বর টাঙ্গাইল বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
© Deshchitro 2024