দাবি থেকে গণআন্দোলন -১৬ই জুলাই'২৪

                   মাসুম বিল্লাহ 

'মুক্তিকামী' স্বাধীনচেতা আমরাই বাঙালি জনতা।

মুক্তি,মুক্তি,মুক্তি, ত্যাগই যেন সুখ,

'রক্ত' দিয়েছি ৫২,৬৬,৬৯,৭১

শহীদ হয়েছিল লক্ষ লক্ষ স্বাধীনচেতা।


সামনে গুলি, বুক পেতে যারা দিতে পারে নিজ প্রাণ,

তারাই দেশের কর্ণধার ও জাতীর কল্যান।

স্বাধীন বাঙালির ধমনিতে বইছে উষ্ণ স্বাধীন রক্ত, 

'মুক্তিযোদ্ধাদের' সাহস জুগিয়েছিল লক্ষ লক্ষ ভক্ত। 


বাঙালির বাংলাদেশ,স্বাধীনতায় হয়েছিল অনেক তাজা প্রাণ শেষ,

অগ্রণী ভুমিকায় ছাত্র জনতা।

ছাত্ররাই পারে স্বাধীনতা রক্ষা করতে,

যে ছাত্ররা ইতিহাসে সবখানে ছিল বেশ। 


দাবি ছিল 'কোটা সংস্কার, 

বিবেচনায় গুরুত্ব যদি পেত ছাত্রদের অধিকার।

দিনভর কষ্ট করে আন্দোলনের রাজপথে,

দাবি থেকে হলো গণআন্দোলন। 


সমাপ্তি হলো ছয়টি তাজা প্রাণ 

সাঈদ,বাদশা,শাহজাহান, ফয়সাল,ওয়াসিম ও ফারুক।


আর কত রক্ত,আর কত কোল খালি হবে?

আর না আর না,আমরা সবাই দেশপ্রেমিক

রক্তদেখে কান্না আসে।

কোমলমতি শিক্ষার্থীদের উপর আর ১৬-ই জুলাই যেন না আসে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024