বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফার মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়েছেন। এ খবরে মাগুরা জেলার শ্রীপুর উপজেলার লাঙ্গলবাঁধের রাজপথে বিজয় উল্লাস করছে ছাত্র-জনতা, শিশু-কিশোর, তরুণ-তরুণী, যুবক, বৃদ্ধসহ সববয়সী মানুষ। পথে প্রান্তরে অসংখ্য মানুষের ঢল দেখা গিয়েছে। বি,এন পির সাবেক উপজেলা চেয়ারম্যান বদরুল আলম হিরোর নেতৃত্বে সোমবার (৫ আগস্ট) বেলা সাড়ে তিনটার দিকে শ্রীপুরের লাঙ্গলবাঁধ বাজারের বিভিন্ন মোড়সহ, বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল বের করে সাধারণ জনগন। এ সময় তাদের হাতে জাতীয় পতাকা নিয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে। সরেজমিনে দেখা যায়, দুপুর ৩টার দিকেই শেখ হাসিনার দেশত্যাগের খবর ছড়িয়ে পড়ে মাগুরার শ্রীপুরের লাঙ্গলবাঁধে। এরপরই বাজারের প্রধান সড়কগুলো লোকে লোকারণ্য হয়ে যায়। বিভিন্ন এলাকা থেকে পৃথক, পৃথক মিছিল নিয়ে সড়কে ওঠে আসেন ছাত্র-জনতা। এসব মিছিলে শিশু, ছাত্র-জনতাসহ সব বয়সী মানুষকে উল্লাস করতে দেখা যায়।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024