|
Date: 2024-08-07 08:45:01 |
মুন্সি শাহাব উদ্দীন, বিশেষ প্রতিনিধি।
লোহাগাড়া বটতলী কেন্দ্রীয় জামে মসজিদের মুওয়াজ্জিন হাফেজ জহিরুল হক আজ ৭ আগস্ট বুধবার ভোর চার টার সময় ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন লোহাগাড়া বটতলী কেন্দ্রীয় জামে মসজিদে মুওয়াজ্জিন হিসাবে দায়িত্বরত ছিলেন। লোহাগাড়া বটতলী আকমল মুন্সির বাড়ীর কাঁচাবাজারের ব্যবসায়ী আব্দুল মাবুদ সওদাগরের সাথে কথা বলে জানা যায়, হাফেজ জহিরুল হকের বাড়ী বাশঁখালী থানায়। তবে লোহাগাড়া সদরে দয়ার পাড়ায় জমি ক্রয় করে বাড়ী নির্মাণে বসতী স্থাপন করিয়াছেন।তিনি ১৯৯১ সাল হতে বটতলী জামে মসজিদে কর্মরত ছিলেন। অত্যান্ত সুমধুর কন্ঠে আজান দিতেন। ব্যক্তি জীবণে তিনি খুব পরহেজগার ও শান্ত প্রকৃতির মানুষ ছিলেন। এমন একজন ধার্মিক মানুষকে হারিয়ে এলাকার মানুষ শোকাহত। আজ বাদে জোহর জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়।
© Deshchitro 2024