সড়ক নিরাপদ রাখতে যানজট নিরসনে দিনব্যাপী সড়ক শৃঙ্খলা কার্যক্রম পরিচালনা করেছে জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখা ও রোভার স্কাউট গ্রুপ। বুধবার (৭ আগষ্ট) সকাল সাড়ে ১০ টা থেকে বড়লেখা পৌর শহরে আইনশৃঙ্খলা বাহিনী ও ট্রাফিক পুলিশ না থাকায় এ কর্মসূচি পালন করা হয়।


এসময় নিসচা নেতৃবৃন্দরা বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে গড়ে উঠা ছাত্র জনতার বিজয়ী আন্দোলনে যারা জীবন উৎস্বর্গ করেছেন, সংগ্রাম করেছেন তাদের প্রতি নিরাপদ সড়ক চাই (নিসচা)'র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান গণমানুষের মহানায়ক ইলিয়াস কাঞ্চনের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। এ জাতীয় সম্পদ রক্ষাসহ সড়ককে নিরাপদ রাখতে ও যানজট নিরসনে নিসচা ধারাবাহিক কর্মসূচী পালন করবে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024