|
Date: 2024-08-08 09:51:58 |
জয়পুরহাটের আক্কেলপুর রেলস্টেশন, মেইন রোড,হাসপাতাল চত্বর, কলেজ, উপজেলা চত্বর,শহীদমিনার পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (০৮ আগস্ট) সকাল ৯ টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আক্কেলপুরের শিক্ষার্থীরা রেলস্টেশনে একত্রিত হয় সেখান থেকে শপথ বাক্য পাঠ করে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালন শুরু করেন। এ কর্মসূচিতে অংশ নিয়েছে আন্দোলনকারী বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ও রোভার স্কাউটরা।
কর্মসূচীতে অংশ নেওয়া কয়েকজন শিক্ষার্থী বলেন, আমরা আক্কেলপুর রেলস্টেশন থেকে কর্মসুচি শুরু করি রেলস্টেশনে আশেপাশে ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্ন করি। এরপর আমরা রেলগেটের ময়লা আবর্জনা পরিষ্কার করি। এরপর হাসপাতাল চত্বর উপজেলা চত্বর মুক্তিয়োদ্ধা কমপ্লেক্স চত্বর শহীদ মিনার সহ আক্কেলপুরের বেশ কিছু জায়গা ময়লা আবর্জনা আমরা পরিষ্কার করছি। এবং আরো বলেন।
এ দেশ সকলের, আমরা বৈষম্যবিরোধী ছাত্র ছাত্রী আন্দোলন এ ছিলাম, এদেশ রক্ষা করা আমাদের দাযিত্ব আক্কেলপুর উপজেলার যেখানেই আমরা কোন হামলা বা কোন ঘটনার কথা শোনব আমাদের ছাত্র ছাত্রী তা প্রতিরোধ করার জন্য এগিয়ে যাবে।
এরকম কর্মসূচী চলমান থাকবে বলে জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
© Deshchitro 2024