পদত্যাগ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার। 


আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকেল ৩টায় রেজিস্ট্রারের কাছে তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন। এ আগে পদত্যাগ করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অসবুল হক সহ প্রক্টরিয়াল বডির সকল সদস্য ও ছাত্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম সাউদ। এ তথ্য নিশ্চিত করেন সদ্য সাবেক ছাত্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম সাউদ। তিনি বলেন ৬ তারিখ দুপুরেই তিনি রেজিষ্টার অফিসে পদত্যাগপত্র জমা দিয়েছেন।


তবে এখনও পদত্যাগ করেননি দুই উপ-উপাচার্য সুলতান-উল ইসলাম ও হুমায়ূন কবির।


এদিকে বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনের সবাইকে রাজাকার ও আলবদর আখ্যা দিয়ে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগ দাবি করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে রাবি সমন্বয়ক কমিটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।


সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গোলাম সাব্বির সাত্তার, দুই উপ-উপাচার্য, সম্পূর্ণ প্রক্টরিয়াল বডি, ছাত্র উপদেষ্টা এবং জনসংযোগ কর্মকর্তা, লিগ্যাল সেল, যৌন নিপীড়ন সেল, ১৭ হলের প্রভোস্ট, ডরমেটরি প্রশাসক, অবৈধ সিনেট ও সিন্ডিকেট সদস্যদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে আমাদের মহান মুক্তিযুদ্ধে রাজাকার ও আল-বদরের ভূমিকার জন্য জাতির কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করার আল্টিমেটাম দিচ্ছি। অন্যথায় শিক্ষার্থীরা তাদের পদত্যাগে বাধ্য করবেন। কোনো অবস্থাতেই পারিবারিক কিংবা ব্যক্তিগত কারণ দেখানো চলবে না

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024