নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা পরিষদকে পরিস্কার পরিচ্ছন্নতা করে চকচকে ফুটিয়ে তোলেছেন শিক্ষার্থীরা। বিশেষ করে উপজেলার মুল ফটক থেকে শুরু করে হলরুমসহ বিভিন্ন দপ্তর পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীসহ সেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।


বৃহস্পতিবার (৮ ই আগস্ট) সকালে উপজেলা পরিষদ চত্বরসহ বিভিন্ন দপ্তরে তাদের দেখা যায়। 


সরেজমিনে দেখা যায়, উপজেলা পরিষদ হলরুম ও পরিষদ চত্বরসহ সকাল থেকেই শতশত শিক্ষার্থী ও সাধারণ মানুষ পরিস্কার পরিচ্ছন্নতার কাজ করে যাচ্ছেন। তাদের এমন মহৎ উদ্যোগ দেখে অনেকেই প্রশংসা করছেন।

কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন, দেশের এমন পরিস্থিতিতে সবাইকে এগিয়ে আসতে হবে। এবং নিজের দায়বদ্ধতা থেকে পরিস্কার পরিচ্ছন্নতায় এগিয়ে এসেছি। আমাদের সাথে বেশ কিছু স্বেচ্ছাসেবী সদস্যরাও যুক্ত হয়েছেন। এক বৃদ্ধ পথচারী মিজান উদ্দিন বলেন, কোমলমতি শিক্ষার্থীদের এমন কাজ আমাদেরকে আবেগে আপ্লূত করে। আমরা এমন দেশটাই আশা করেছি। স্বাধীনতার ৫৩ বছর পরে এসেও মনে হচ্ছে দেশ স্বাধীন। এরাই আগামীর বাংলাদেশ।



প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024