|
Date: 2024-08-08 10:05:18 |
ছাত্রজনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর পরেই সারাদেশে হামলা হয় সরকারি স্থাপনা গুলোতে। তার আঁচড় পড়ে কক্সবাজারও। এইদিন বিক্ষুব্ধ জনতার একাংশ কক্সবাজার সদর মডেল থানা ঘেরাও করলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। বেঙে পড়ে পুলিশি শৃঙ্খলা। এসময় থানায় হামলা ও ভাঙচুর চালিয়ে লুট করা হয় প্রয়োজনীয় আসবাবপত্রসহ পরিত্যক্ত অনেক মোটরসাইকেল।
বুধবার (৭ আগষ্ট) রাত ১০ টায় লুট হওয়া এমন ৩টি মোটরসাইকেলের সন্ধান পায় বাহারছড়ার স্থানীয়রা। পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সহযোগীতায় উদ্ধার করা হয় মোটরসাইকেল গুলো।
কক্সবাজারের সমন্বয়কদের একজন বলেন, "বুধবার রাত ১০ টায় কয়েকজন দুষ্কৃতকারীরা থানা থেকে লুট হওয়া ৩টি মোটরসাইকেল এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার পথে আমরা তাদের দেখতে পায়। তখন তাদের কাছে জনতে চাইলে মোটরসাইকেল ৩টি রাস্তায় ফেলে পালিয়ে তারা।"
পরে উদ্ধারকৃত মোটরসাইকেল তিনটি সেনাবাহিনীকে হস্তান্তর করেন সমন্বয়কেরা। তবে এ ঘটনায় দুষ্কৃতকারীদের কাউকেই আটক করা সম্ভব হয়নি।
© Deshchitro 2024