|
Date: 2024-08-08 10:42:34 |
কেউ রাস্তা পরিস্কার করছে, কেউ যানবাহনের চলাচল নিয়ন্ত্রণ করে ট্রাফিকের দায়িত্ব পালন করছে। এভাবে কুড়িগ্রাম জেলার উলিপুরে বৈষম্য বিরোধী আন্দোলনের সদস্য সাধারণ ছাত্র- ছাত্রীরা দায়িত্ব পালন করছে।
কথা হলো টিম লিডার আসাদুল্লাহ গালিবের সাথে। তারা ৬ টি গ্রুপে ২৪ জন করে উপজেলা সদরের বিভিন্ন এলাকায় দায়িত্ব পালন করছে। ফুটপাতে দাড়িয়ে দেখছে উৎসুক জনতা। তারা অবাক হয়েছে। যাদের আন্দোলনে স্বৈরচার সরকারের পতন হলো, তারা সাধারণ জনগনের কাতারে। হয়েছে পরিচ্ছন্নতা কর্মী। এভাবে দেশের সব অনিময় পরিস্কার করে সত্যিকারে সোনার বাংলা গঠন করবে ছাত্র জনতা এ প্রত্যাশা সবার।
© Deshchitro 2024