ছয় সদস্যের একটি লিয়াজোঁ কমিটি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। বৃহস্পতিবার (৮ আগস্ট) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাম ঘোষণা করেন ছাত্র আন্দোলনের সমম্বয়ক নাহিদ ইসলাম সংগঠক মাহফুজ আব্দুল্লাহ। 


সদস্যরা হলেন, মাহফুজ আব্দুল্লাহ, নাসির আব্দুল্লাহ ভূইয়া, আসাদুজ্জামান, আরিফুল ইসলাম আদিব, আকরাম হোসাইন, মামুন আব্দুল্লাহ। তবে ভবিষ্যতে এই কমিটি আরও বর্ধিত করা হবে বলে জানিয়েছেন সমন্বয়করা।


এসময় নাহিদ ইসলাম বলেন, নতুন বাংলাদেশের রাজনৈতিক বন্দোবস্তে এ লিয়াজোঁ কমিটি কাজ করবে। দল-মত নির্বিশেষে সিনিয়র-জুনিয়র নিয়ে এ কমিটির পরিসর বাড়ানো হবে। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024