কক্সবাজার সদর মডেল থানা থেকে লুট হওয়া একটি অস্ত্র উদ্ধার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় পৌরসভার বাদশাহ ঘোনা থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়। পরে সেনাবাহিনীর কাছে অস্ত্রটি হস্তান্তর করা হয়।


নির্ভরযোগ্য সূত্রের দাবী, ৫ আগষ্ট বিজয় উৎসবের মাঝে কক্সসবাজার সদর থানায় হামলা, অগ্নিসংযোগ ও লুটপাট চালায় দূর্বৃত্তরা। 


এ সময় লুটপাটের তালিকায় ছিল পুলিশের অস্ত্রও। 


শুক্রবার সন্ধ্যায় একটি গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে পৌরসভার বাদশাহ ঘোনা থেকে মনির নামের ৯ বছরের এক শিশুর হাতে অস্ত্রটি দেখতে পেয়ে উদ্ধার করা হয়। পরে তা সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024