উখিয়া উপজেলায় বৈষম‌্যবি‌রোধী সাংবা‌দিক সমাজ উখিয়া'র আলোচনা সভা অনুষ্ঠিত। শুক্রবার (৯ অগাস্ট) বি‌কেল ৩টায় দৈনিক আলো‌কিত প‌ত্রিকার অ‌ফি‌সে এই সভা অনু‌ষ্টিত হ‌য়।


এতে সভাপ‌ত্বি ক‌রেন সা‌বেক উখিয়া প্রেসক্লা‌বের সভাপ‌তি র‌ফিকুল ইসলাম। সভায় সর্বসম্ম‌তিক্রমে উখিয়া প্রেসক্লা‌বের সা‌বেক সভাপ‌তি র‌ফিকুল ইসলাম‌কে বৈষম‌্যবি‌রোধী সাংবা‌দিক সমাজ উখিয়ার প্রধান সমন্বয়ক, উখিয়া প্রেসক্লা‌বের সা‌বেক সাধারন সম্পাদক হুমায়ুন ক‌বির জুশান সমন্বয়ক, উখিয়া প্রেসক্লা‌বের সা‌বেক সভাপ‌তি স‌রোয়ার আলম শাহীন‌ সমন্বয়ক, আলো‌কিত উখিয়া প‌ত্রিকার সম্পাদক মিজান উর রশীদ সমন্বয়ক, মো: আয়াজ র‌বি সমন্বয়ক ও সীমান্তবাংলা.কম এর সম্পাদক মোস‌লেহ উদ্দিন সমন্বয়ক ঘোষনা করা হয়। 


এই সভায়, 'উখিয়া প্রেসক্লা‌বের সাধারন সম্পাদক 'রতন দে' বৈষম‌্য বি‌রোধী আন্দোলকারী ছাত্রদের জারজ সন্তান আখ‌্যায়িত ক‌রে বাংলার মা‌টি থে‌কে ত‌্যাজ‌্য ঘোষনা পুর্বক অবা‌ঞ্চিত ক‌রে ছাত্রত্ব বা‌তিলের' দাবী করায় বৈষম‌্যবি‌রোধী স‌াংবা‌দিক সমাজ উখিয়ার পক্ষ থে‌কে তীব্র নিন্দা ও প্রতিবাদ জা‌নি‌য়ে ৪৮ ঘন্টার ম‌ধ্যে তা‌কে ব‌হিস্কারসহ উখিয়া প্রেস ক্লাবের ক‌মি‌টি বিলুপ্ত করার দাবী জানা‌নো হয়। 


সভায় উপস্থিত সীমান্তবাংলা.কম এর সম্পাদক মোসলেহ উদ্দিন বলেন, শুধু ছাত্রদের দায়িত্ব নয় দেশ গড়ার পুরো জাতির দায়িত্ব দেশকে গণতান্ত্রিক, দুর্নীতি মুক্ত, বৈষম্যবিরোধী হিসেবে গড়ে তোলা এবং আমাদের সাংবাদিক সমাজেরও নিজ নিজ জায়গা থেকে এই প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। সকল সাংবাদিক সমাজকে স্বাধীন ভাবে সংবাদ প্রচার করতেও বলেন তিনি।


এই সভায় আরও উপস্থিত সাংবা‌দি‌কদের ম‌ধ্যে ছি‌লেন- উখিয়া প্রেসক্লা‌বের সহ সম্পাদক ওবাইদুল হক চৌধুরী আবু, আবদুল ল‌তিফ বাচ্চু, ক‌ফিল উদ্দিন আনু, ম‌ফিজুল ইসলাম, আনিসুল ইসলাম, আলম সিকদার, সালাহ উদ্দিন, মো: না‌সিম প্রমুখ।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024