|
Date: 2024-08-09 14:20:19 |
শ্যামনগরে সহিংসতারোধে রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময়
রনজিৎ বর্মন শ্যামনগরউপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার(৯ আগষ্ট) বিকাল ৪টায় উপজেলা পরিষদ হল রুমে সহিংসতারোধে রাজনৈতিকনেতৃবৃন্দের সাথে এক মতবিনিময়সভার আয়োজন করা হয়।
শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার ডা.সঞ্জীব দাশের সভাপতিত্বে চলমান পরিস্থিতিতে সবধরনের সহিংসতারোধে মতবিনিময় সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন মেজর লিখন। বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল রিফাত, সাবেক এমপি গাজী নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ আব্দুল ওয়াহেদ, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহমান, ইউপি চেয়ারম্যান জি এম মাসুদুল আলম, ইউপি চেয়ারম্যান আমজাদুল ইসলাম,এস এম জানাতুল নাঈম প্রমুখ।
মতবিনিময় সভায় উপজেলার বারটি ইউপির জামায়াত, বিএনপির নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন। জানা যায় সভায় কয়েকটি কমিটিও গঠন করা হয়।
ছবি- শ্যামনগরে সহিংসতারোধে রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময়সভা।
© Deshchitro 2024