আশাশুনিতে ভেজাল দুধ তৈরির অপরাধে দুই ব্যক্তিকে জরিমানা ও ব্লেন্ডার মেশিন বিনষ্ট করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কুল্যা ইউনিয়নের কচুয়া গ্রামের ঘোষপাড়ায় বিশেষ অভিযান পরিচালনা করেন সাতক্ষীরা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হোসেন। 
এসময় অবৈধ পন্থায় ব্লেন্ডার মেশিন দিয়ে ভেজাল দুধ তৈরির অপরাধে কচুয়া গ্রামের দেবপ্রসাদ ঘোষের ছেলে অস্বাস্থ্যকর দুধ উৎপাদনকারী মাধব ঘোষকে ৪ হাজার টাকা ও আশুতোষ ঘোষের ছেলে সহদেব ঘোষকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে ১৫ কেজি ফ্যাটক্রিম, ২ লিটার সোয়াবিন তেল ও প্রায় ১৫ কেজি ভেজাল দুধ জব্দ করে বিনষ্ট করা হয় এবং ৪টি ব্লেন্ডার মেশিন নষ্ট করে দেওয়া হয়। এদিন কচুয়া গ্রামের বিভিন্ন স্থানে দুধে ভেজাল না দিতে উৎপাদনকারীদের সতর্ক করা হয়। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা নিরাপদ খাদ্য অফিসার মফিজুর রহমান, আশাশুনি স্যানেটারি ইন্সপেক্টর গোলাম মোস্তফা ও সাকিবুর রহমান।###
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024