|
Date: 2024-08-10 14:15:39 |
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দ্বিতীয় মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে আজ ১০ আগষ্ট দুপুর ৩ টায় আক্কেলপুর জয়পুরহাট বাইপাস রোডে এক বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে জাগো আইটি। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সিইও নাসিম আহমেদ, সদস্য রেমি, মিম, তাবাসুম, নুশরাত, আরবী, সিহাব, গোলাম রাব্বি, আদম, শান্ত, পল্পব সহ প্রতিষ্ঠানের আরো অন্যান্য কর্মীরা।
এসময় জাগো আইটির সিইও নাসিম আহমেদ বলেন, আমরা শুধু একটি প্রতিষ্ঠান নই, আমরা একটি পরিবার। আমাদের এই উদ্যোগ শহীদদের প্রতি আমাদের ভালোবাসা ও শ্রদ্ধার প্রকাশ। আমরা বিশ্বাস করি, এই বৃক্ষরোপণ কর্মসূচি আমাদের সবুজ ও সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্নকে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে।
শহীদ মেহেদী হাসান ও শহীদ নজিবুল হাসান (বিশাল) এর স্মৃতি রক্ষার্থে ২০ টি আম গাছের চারা রোপণ করা হয়। প্রথম শহীদ আবু সাইদের স্মরণে ৫ টি আমলকি এবং শহীদ মীর মাহফুজার রহমান মুগ্ধ এর স্মরণে ৫ টি বাতাবি লেবুর চারা রোপণ করা হয়।
জাগো আইটির এই উদ্যোগ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি পরিবেশ সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
© Deshchitro 2024