|
Date: 2024-08-11 02:14:46 |
সমতার বাংলায় মোরা ভাই ভাই
সবখানে অধিকার এক হোক চাই।
থাকবে না ভেদাভেদ কোনোকিছু নিয়ে
উন্নতি করা হবে সবদিক দিয়ে।
দুর্নীতি ঘুষ-নীতি খুন, ঘুম রুখে
সাম্যের সূত্রটা গেঁথে নিয়ে বুকে।
শিক্ষার আলো দিয়ে সাম্যের দেশে
মেরামত হবে দেশ, দেশ ভালোবেসে।
যতো চোর চাঁদাবাজ ভালো হয়ে যাও
দেশটাকে গড়বার প্রতিজ্ঞা নাও।
নতুনের সাথে আজ মিলাও এ বুক
খুঁজে পাবে বিজয়ের একরাশ সুখ।
আর নয় বাড়াবাড়ি এক হও সবে
শান্তিতে এই দেশে মিলেমিশে রবে।
মুসলিম, খ্রিষ্টান, বৌদ্ধ, হিন্দু
এক হও ঠিক রেখো সমতা বিন্দু।
আমরাই গড়ে যাব আগামীর দেশ
সম্প্রীতি ঠিক রেখে ভুলে বিদ্বেষ।
© Deshchitro 2024