শ্যামনগরে র‌্যাবের বিশেষ অভিযানে ১৭টি ককটেল উদ্ধার

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ সাতক্ষীরা র‌্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ন (র‌্যাব)-৬ সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে পরিত্যক্ত অবস্থায় ১৭টি ককটেল উদ্ধার করেছে।

রবিবার (০৬ নভেম্বর) রাত ৯টার দিকে র‌্যাব-৬, সিপিসি-১ কোম্পানী কমন্ডার মেজর মোঃ গালিব হোসেনের নেতৃত্বে সদস্যরা উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের ছোট ভেটখালী ব্রীজ সংলগ্ন দিন মোহাম্মাদের নির্মানাধীন দোকানের পাশ থেকে ককটেলগুলো উদ্ধার করে। তবে, এসময় কাউকে আটক করতে পারেনি র‌্যাব সদস্যরা।

র‌্যাব-৬ কোম্পানী কমান্ডার মেজর মোঃ গালিব হোসেন জানান, গোপন সংবাদ পেয়ে ঘটনাস্থলে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় বস্তার মধ্যে লুকানো ককটেলগুলো উদ্ধার করে শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

 শ্যামনগর থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ  বলেন, এঘটনায় মামলা হয়েছে।

ছবি- শ্যামনগর থানায় র‌্যাবের হস্তান্তরকৃত ককটেল।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024