দেশের চলমান পরিস্থিতিতে পিরোজপুরবাসীর ভরশার আরেক নাম সালাউদ্দিন কুমার তালুকদার। দেশের বিভিন্ন স্থানে লুটপাটের বিরুদ্ধে এবং হিন্দু সম্প্রদায়ের উপর যাতে কোন প্রকার হামলা না হয় সেই লক্ষ্যে পিরোজপুর জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন তালুকদার নেতাকর্মীদের নিয়ে গণসচেতনতামূলক প্রচারণা চালিয়ে যাচ্ছে উপজেলার বিভিন্ন হিন্দু সম্প্রদায়সহ সকল দোকান বাড়িতে ও মন্দির পরিদর্শন করেন।


এই সময় সালাউদ্দিন কুমার দৈনিক দেশচিত্রকে বলেন, দেশের এই পরিস্থিতিতে হিন্দু সম্প্রদায়ের উপর কোন ধরনের হামলা নির্যাতন করতে না পারে এবং ব্যবসায়ীরা নির্ভয়ে ব্যবসা করবেন ।


এছাড়াও জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন তালুকদারের নেতৃত্বে রাতে মন্দির পাহারা দেয়া হচ্ছে ফলে হিন্দু সম্প্রদায় এবং বাজারের ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024