মোঃ মনোয়ার হোসেন 

জয়পুরহাট জেলা প্রতিনিধি 


হিন্দুসহ অন্যান্ন ধর্মাবলম্বীদের ওপর হামলা ও সহিংসতা প্রতিরোধে এবং সাধারণ জনগণের জান মালের নিরাপত্তায় সার্বিক কাজ করছেন বাংলাদেশ সেনবাহিনীর সদস্যরা। সেই ধারাবাহিকতায় সোমবার (১২ আগস্ট) দুপুরে জয়পুরহাটের পাঁচবিবি পৌর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত বারোয়ারী মন্দির পরিদর্শন করেন সেনা বাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল মোঃ ইফতেখার মাবুদ। এসময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর লেঃ কর্ণেল জোবায়ের, পাঁচবিবি উপজেলা চেয়ারম্যান সাবেকুন নাহার শিখা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফা সুলতানা, পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ ফয়সাল বিন আহসান,পাঁচবিবি উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিমসহ অন্যান্নরা। এসময় আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে মন্দির কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন । 


পরে পাঁচবিবির উপজেলা উচাই সেভেন্থ ডে এ্যাডভিন্টিষ্ট মারানাথা সেমিনারী স্কুল এ্যান্ড কলেজ পরিদর্শনে যান সেনবাহিনীসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। সেখানে স্বাগত গান গেয়ে ও ফুলেল শুভেচ্ছা জানিয়ে আগত অতিথিদের বরণ করেন সেভেন্থ ডে এ্যাডভিন্টিষ্ট মারা নাথা সেমিনারী স্কুল এবং কলেজের কমলমতি শিক্ষার্থীরা। সেখানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য দেন সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল ইফতেখারুল মাবুদ।



এসময় উপস্থিত ছিলেন সেভেন্থ ডে এ্যাডভিন্টিষ্ট মারানাথা সেমিনারী স্কুল এবং কলেজের অধ্যক্ষ শিরীল মিনজী, সহকারী অধ্যক্ষ মার্ক সরেন ও কোষাধ্যক্ষ  তুষার দেব শর্মাসহ শিক্ষক শিক্ষার্থীরা। 


এছাড়া পাঁচবিবি থানায় পুলিশের কর্ম বিরতি শেষ করে কাজে যোগদান করায় পাঁচবিবি থানার সকল অফিসারের সাথে মতবিনিময় করেন সেনা কর্মকর্তারা ।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024