বৈষম্য বিরুদী ছাত্র আন্দোলনে ২য় মুক্তি যুদ্ধে শহীদদের মাগফিরাত ও আহতদের আসু সুস্হতা কামনায় আফ্রিকা শিমোইয়ো মানিকা ও মোজাম্বিক বিএনপি জমাতের যৌত উদ্যাগে দোয়া মাহফিল আলোচনা সভা ও বিশাল মেজবান অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার ১১/৮/২০২৪ একটি কনভেনশন হলে এ আলোচনা সভা দোয়া মাহফিল ও মেজবানি অনুষ্ঠিত হয়।মোজাম্বিক বিএনপির আহবায়ক আলহাজ্ব আবদুল গফুরের সভাপতিত্বে ও রিদুয়ানুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অথিতি হিসাবে উপস্হিত থেকে বক্তব্য রাখেন আফ্রিকা মোজাম্বিক বিএনপির সিনিয়র নেতা খোরশেদ আলম।প্রধান বক্তা হিসাবে উপস্হিত থেকে বক্তব্য রাখেন,মোজাম্বিক বিএনপি নেতা সাঈদুল হক(সাঈদ)। অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসাবে উপস্হিত থেকে বক্তব্য রাখেন মোজাম্বিক বিএনপির সিনিয়র নেতা মোজাম্মেল হক, বিশেষ অথিতি হিসাবে আরও উপস্হিত থেকে বক্তব্য রাখেন এক কালের বাঁশখালীর রাজপথ কাপানো ছাত্রদল নেতা বার্তমান মোজাম্বিক বিএনপির সিনিয়র নেতা মোঃ ওমর কাজ্বী,উপস্হিত ছিলেন মোজাম্বিক বিএনপি নেতা,হিরু চৌধুরী, আবুল কালাম,মোজাম্বিক বিএনপি নেতা মোহিম চৌধুরী, মোজাম্বিক বিএনপি নেতা আবদু শুক্কুর,মোজাম্বিক বিএনপি নেতা হুমায়ুন কবির,মোজাম্বিক বিএনপি নেতা হাবিবুল কবির বাদশা, জসিম উদ্দিন, নুরুল কাদের ছিদ্দিক ফারুক সহ মোজাম্বিক বিএনপির বিপুল নেতাকর্মী ও মোজাম্বিক প্রভাসী সাধারন জনতা। উক্ত দোয়া মাহফিল ও আলোচনা সভায় বাংলাদেশ জমায়াতে ইসলামি মোজাম্বিক শাখার পক্ষ থেকে উপস্হিত ছিলেন,আবদু রহিম,হুমায়ুন কবির,বেলাল উদ্দিন, নেজাম উদ্দিন, আবদুল মন্নান সহ জমাত নেতাকর্মী। অনুষ্ঠানে বক্তারা বৈষম্য বিরুদী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রত সুস্হতা কামনা করে আল্লাহ পাকের নিকট পরিয়াদ করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং খুনি হাসিনা সহ আওয়ামীলীগের দুষিদের বিচারের আওতায় আনার জোর দাবী জানান পরিশেষে মহান আল্লাহ পাকের দরবারে দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করেন। এই সময় মোজাম্বিক বিএনপি ও জমাতের উদ্যাগে শহীদদের মাগফিরাত কামনায় ৫হাজারেরও অধিক মানুষকে মেজবানি খাবার বিতরন করা হয়

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024