চলমান অস্থির অবস্থায় দেশজুড়ে ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করছে ছাত্রছাত্রীরা। বিভিন্ন পেশাজীবীর মানুষ ও প্রতিষ্ঠান আবার এই স্বেচ্ছাসেবীদের জন্য খাবারের ব্যবস্থা করেছে।

সাতক্ষীরা শহরের বিভিন্ন আশেপাশে  ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করা ছাত্রদের খাবার বিতরণ করল সাতক্ষীরার তরুণ আলেম সমাজ।

আজ ১৩ আগষ্ট মঙ্গলবার দুপুর একটার সময় পানি বিস্কুট ইত্যাদি নিয়ে তরুণ আলেম সমাজরা সাতক্ষীরার শহরের রাস্তায় গাড়ি চলাচলে সাহায্য করা স্বেচ্ছাসেবীদের মধ্যে বিতরণ করেন। 

এ সময়ে উপস্থিত ছিলেন মাওলানা মনিরুল ইসলাম ফারুকী ,মাওলানা  রুস্তম আলী তাওহীদি, মাওলানা হাবিবুর রহমান সিদ্দিকী, ছাত্রনেতা রোকনুজ্জামান বিপ্লবী প্রমুখ।

এর আগে প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগ–পরবর্তী উদ্ভূত পরিস্থিতিতে পুলিশ সদস্যরা কর্মবিরতিতে গেছেন। সড়ক থেকে সরে গেছেন ট্রাফিক পুলিশের সদস্যরাও। এ সময় রাস্তায় গাড়ি চলাচলে বিশৃঙ্খলা রোধ করতে মোড়ে মোড়ে ট্রাফিক পুলিশের কাজ করতে নেমেছেন বিভিন্ন স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024