বৈষম্য বিরোধী আন্দোলন এবং জাতীয়তাবাদী দল (বিএনপি)র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে অন্তবর্তি সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) এম সাখাওয়াত হোসেনের পদত‍্যাগের দাবিতে বগুড়ার সারিয়াকান্দিতে সকাল ১১টায় বিক্ষোভ ও পথসভা করেছে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা।


এ সময় শিক্ষার্থীরা স্বরাষ্ট্র উপদেষ্টার দেওয়া বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে বলেন, স্বৈরাচারের পক্ষপাতিত্ব করে এমন বিবৃতি দেওয়ার কারণে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) এম সাখাওয়াত হোসেন কে পদত্যাগ করতে হবে। একইসাথে আবু সাঈদ, মুগ্ধ, রাফি সহ নাম না জানা অনেক ছাত্রদের নির্বিচারে হত্যার দায়ে সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির দাবি জানায় শিক্ষার্থীরা।



অপরদিকে, মঙ্গলবার বিকেলে উপজেলা যুবদলের উদ‍্যোগে আলাদাভাবে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবদলের আহ্বায়ক মহিদুল ইসলাম মুন্সির নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সারিয়াকান্দি কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন চারমাথায় সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন যুবদলের আহ্বায়ক স্বরাষ্ট্র উপদেষ্টার পদত‍্যাগের দাবিতে বক্তব‍্য রাখেন। উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক তারাজুল ইসলাম ফনির সঞ্চালনায় বক্তব‍্য রাখেন পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শাকিল আহম্মেদ, উপজেলা যুবদলের ১নং আহ্বায়ক লিটন মাহমুদ, উপজেলা যুবদলের সদস‍্য আব্দুল মোমিন, যুবনেতা আবু জাফর, ফুলবাড়ী ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ছামছুল আলম প্রমুখ।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024