|
Date: 2024-08-13 14:05:56 |
শ্যামনগরে সনাতনীদের আয়োজনে সমাবেশ ও বিক্ষোভমিছিল
রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ মঙ্গলবার (১৩ আগষ্ট) বিকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সনাতনী ছাত্র/ছাত্রী যুব গণ জাগরণ মঞ্চ ও অভিভাবকবৃন্দের আয়োজনে আট দফা দাবী নিয়ে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসাবে কয়েকহাজার সনাতনী ছাত্র/ছাত্রীর অংশ গ্রহণে নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে বিক্ষোভমিছিলটি শুরু হয়ে শ্যামনগর উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে নকিপুর মহাশশ্মান নিকটবর্তী স্থানে এসে সমাপ্ত হয়।
ছাত্র/ছাত্রীরা গলায় প্লাকাড /ব্যানার ঝুলিয়ে আট দফা দাবী শ্লোগান আকারে তুলে ধরেন। প্রধানদাবী সমূহ হল অবিলম্বে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে, সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠন করতে হবে, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে হিন্দু ফাউন্ডেশনে উন্নীত করতে হবে, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সংখ্যালঘুদের জন্য উপাসনালয় নির্মাণ করতে হবে, শারদীয় দুর্গাপুজায় পাঁচদিন ছুটি করতে হবে, সংখ্যালঘু নির্যাতনের বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইবুন্যাল গঠন করে প্রকৃত দোষীদের দ্রুতসময়ে উপযুক্ত শাস্তি প্রদান করতে হবে,ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণ প্রদান ও পুর্নবাসন ব্যবস্থা করতে হবে। এছাড়া আরও অন্যান্য দাবী বা শ্লোগান দেওয়া হয় সমাবেশে।
জানা যায় সনাতনী ছাত্র/ছাত্রী যুব গণ জাগরণ মঞ্চের সমন্বয়ক হিসাবে দায়িত্ব পালন করেন ছাত্র পবিত্র কুমার মন্ডল, নবেন্দু কুমার মন্ডল,সজল কুমার মন্ডল,জয়ব্রত মন্ডল, গোপালপুর শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরের অধ্যক্ষ কৃষ্ণ সখা দাস ব্রক্ষ্মচারী প্রমুখ।
ছবি- শ্যামনগরে সনাতনী ছাত্র/ছাত্রী যুব গণ জাগরণ মঞ্চ ও অভিভাবকবৃন্দের আয়োজনে সমাবেশ ও বিক্ষোভমিছিল।
© Deshchitro 2024