সাতক্ষীরার শ্যামনগরে প্রাইভেট কারের ধাক্কায় মোঃ মোফাজ্জেল হোসেন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।


১৩ আগষ্ট মঙ্গলবার দুপুর ২ টায় উপজেলার  বুড়িগোয়ালিনী ইউপির কলবাড়ী টু নীলডুমুর রোডের দাতিনাখালি নামক স্থানে দাঁড়িয়ে থাকা অবস্থায় নীলডুমুর থেকে আসা একটা প্রাভেটকার  মোফাজ্জেল হোসেনকে সজোরে ধাক্কা দিলে সে ছিটকে পড়ে যায়। মারাত্মক আহত অবস্থায় পরিবারের সদস্যরা দ্রুততার সাথে সাতক্ষীরা সংগ্রাম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৫ টায় তার মৃত্যু হয়।


মৃত মোফাজ্জেল হোসেন বুড়িগোয়ালীনি ইউপির আবাদ চন্ডিপুর গ্রামের কাশেম আলী শেখের ছেলে।


বুড়িগোয়ালিনি ইউপি চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম সড়ক দূর্ঘটনার বিষয়টা নিশ্চিত করেছেন।



প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024