|
Date: 2024-08-14 14:00:44 |
শ্যামনগরে বিএনপির সম্প্রীতি সমাবেশ
রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ বুধবার (১৪ অগষ্ট) বিকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা পরিষদ হল রুমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও অঙ্গ সংগঠন সমূহের আয়োজনে সম্প্রীতি সমাবেশের আয়োজন করা হয়।
শ্যামনগর উপজেলা বিএনপির সভাপতি মোঃ আব্দুল ওয়াহেদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক এ্যাড.সৈয়দ ইফতেখার আলী। প্রধান অতিথি বক্তব্যে বলেন আমাদের মধ্যে কিছু সামাজিক দুবৃত্ত রয়েছে আমাদের সম্প্রীতিতে বাঁধা সৃস্টির জন্য আপানাদের আমাদের মধ্যে বিরোধ সৃস্টি করছে। আমরা সকলে মিলে এই ষড়যন্ত্র রুখে দিতে হবে।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সোলায়মান কবীরের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. আশেক ই এলাহী মুন্না, সাবেক চেয়ারম্যান শেখ লিয়াকত আলী, গাবুরা ইউপি চেয়ারম্যান জি এম মাসুদুল আলম, সাবেক চেয়ারম্যান শেখ লিয়াকত আলী বাবু, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ শ্যামনগর উপজেলার সভাপতি রবীন্দ্র নাথ বিশ^াস, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ শ্যামনগর উপজেলার আহবায়ক বিষ্ণু পদ মন্ডল, সদস্য সচিব কিরণ শংকর চ্যাটার্জী, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ শ্যামনগর উপজেলার সাধারণ সম্পাদক এ্যাড. কৃষ্ণ পদ মন্ডল, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ বিধু¯্রবা মন্ডল, প্রভাষক পরিমল কান্তি মন্ডল, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখ্যার্জী, প্রধান শিক্ষক দীনেশ চন্দ্র মন্ডল, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রাম রঞ্জন বিশ্বাস, মহাদেব চন্দ্র মন্ডল, রনজিৎ দেবনাথ, অধ্যক্ষ সুভাষ মন্ডল, স্বপন বৈদ্য, বীরেন্দ্র নাথ বিশ্বাস প্রমুখ।
ছবি- শ্যামনগরে বিএনপির সম্প্রীতি সমাবেশে বক্তব্য রাখছেন জেলা বিএনপির আহবায়ক এ্যাড.সৈয়দ ইফতেখার আলী।
© Deshchitro 2024