|
Date: 2024-08-14 15:05:40 |
শ্যামনগরে কোটা আন্দোলনে শহীদদের স্বরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান
রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ বৈষম্য বিরোধী কোটা আন্দোলনে শহীদ ও সাধারাণ জনগণের রূহের মাগফিরাত কামনায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(১৪ই আগষ্ট) বিকাল ৪ ঘটিকায় শ্যামনগর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্যামনগর পৌরসভা শাখার আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জামায়াতে ইসলামী শ্যামনগর পৌরসভা শাখার সভাপতি হারুন-অর-রশিদের (সাচ্চু) সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারী আজিজুর রহমান।
এ সময় অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্যামনগর উপজেলার আমীর মাওলানা আব্দুর রহমান, সেক্রেটারী মাওলানা গোলাম মোস্তফা, জামায়াত নেতা সাবেক অধ্যক্ষ মাওলানা গোলাম বারী, সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুর রাজ্জাক, প্রভাষক ফজলুল হক প্রমূখ।
অনুষ্ঠানে বৈষম্য বিরোধী কোটা আন্দোলনে শহীদ ও সাধারণ জনগণের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
ছবি- শ্যামনগরে কোটা আন্দোলনে শহীদদের স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল।
© Deshchitro 2024