নোয়াখালীতে দেশীয় অস্ত্র-গাঁজাসহ তরুণ গ্রেফতার

নোয়াখালী জেলার  বেগমগঞ্জ উপজেলায়  অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ।  

 

গ্রেফতারকৃত আক্ততার হোসেন (২২) উপজেলার ১১ নং দূর্গাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডরে আক্তার সোবাহানের বাড়ির সাখাওয়াত হোসেনের ছেলে।    

 

মঙ্গলবার (৮ নভেম্বর) দুপুরে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।  এর আগে, গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার  ১১ নং দূর্গাপুর ইউনিয়নের লক্ষীনারায়ণপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।    


পুলিশ জানায়, গোপন সংবা‌দের ভি‌ত্তিতে বেগমগঞ্জ ম‌ডেল থানা পু‌লি‌শের এক‌টি দল লক্ষীনারায়ণপুর গ্রামে অভিযান চালায়। এ সময় দেশীয়  তৈরি ধারালো ৩টি লম্বা কিরিচ, ৪টি লম্বা ছোরা, ২টি চাপাতি, ১টি লোহার রড, ১টি এসএস লম্বা ফাইভ, ১টি প্লাস, ১টি হকস্টিক, ১টি হাতল যুক্ত ছাতার পাইপ, ১টি ওজন পরিমাপ করার যন্ত্র, ও ৫০০ গ্রাম গাঁজাসহ এক তরুণকে গ্রেফতার করা হয়।  


নোয়াখালীর পুলিশ সুপার  মো.শহীদুল ইসলাম পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  তিনি বলেন, আসামিকে গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024