|
Date: 2024-08-14 15:40:21 |
নোয়াখালী কোম্পানীগঞ্জে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর প্রথম মৃত্যুবার্ষিকী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদের স্মরনে নোয়াখালী কোম্পানীগঞ্জ বসুরহাট জামায়াতের উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বুধবার (১৪ আগস্ট) বিকেল ৫ টায় উপজেলার বসুরহাট জিরো পয়েন্টে জামায়াতে ইসলামী বসুরহাট পৌরসভা আমীর মাওলানা মোশারফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনাইমুড়ি হামিদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সাইফুল্যাহ মুনীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বসুরহাট ইসলামীয়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা ফয়জুল্যাহ। বসুরহাট কেন্দ্রীয় মসজিদের খতীব মুফতী করুল হাসান বিন কাসেম।
এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি'র আহ্বায়ক নূর আলম শিকদার, সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, জামায়াতে ইসলামী কোম্পানীগঞ্জ উপজেলা আমীর অধ্যক্ষ বেলায়েত হোসেন,বসুরহাট পৌরসভা বিএনপি'র সদস্য সচিব আব্দুল্যাহ আল মামুন,চরপার্বতী ইউনিয়ন চেয়ারম্যান মাওলানা কাজী হানিফ, ইসলামী ছাত্র শিবির কোম্পানীগঞ্জ উপজেলা সভাপতি ওয়াইজ কুরুনী সোহেল সহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।
আলোচনা সভায় আল্লামা সাঈদীর জীবন ও কর্মের ওপর আলোকপাত করে বক্তারা বলেন, তাঁর পুরো জীবন কুরআনের প্রচার ও ইসলামী শিক্ষার বিকাশে উৎসর্গিত ছিল। তাঁর মৃত্যুতে ইসলামী জগতে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা পূরণ করা কঠিন। তাঁর মৃত্যুকে পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করে বলেন, এই ঘটনার সুষ্ঠু তদন্ত হওয়া উচিত।
© Deshchitro 2024