|
Date: 2024-08-14 17:08:58 |
শেরপুর বগুড়া প্রতিনিধি
বগুড়ার শেরপুরে কেন্দ্রীয় শ্রী শ্রী জগন্নাথ মন্দির সহ বিভিন্ন মন্দির পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করা হয়। জগন্নাথ মন্দিরের সভাপতি শ্রী সমীর কুন্ডুর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা দবিবুর রহমান। অদ্য ১৪ আগষ্ট বুধবার রাত্রি ৮ ঘটিকায় জামায়াত নেতৃবৃন্দ শেরপুরের বিভিন্ন মন্দির পরিদর্শন করেন এসময় তার সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নাজমুল হক, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক আব্দুল্লাহ আল মোস্তাফিধ নাসিম , উপজেলা কর্ম পরিষদ সদস্য মোঃ আব্দুল হক, ইসলামী হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর শাহিন আলম, পরিচালক আব্দুল হালিম, মনিরুল ইসলাম প্রমুখ, এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জগন্নাথ মন্দিরের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার কুন্ডু ,বলয় কর্মকার, রকি ঘোষ, রঞ্জন কুন্ডু , সনদ কর্মকার, রকি মোহন্ত সহ আরো অনেক ভক্তবৃন্দ । এসময় জামায়াতে ইসলামীর আমীর মাওলানা দবিবুর রহমান বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দেশ আমাদের বাংলাদেশ। আমরা ধর্মবর্ণ নির্বিশেষে সকল ধর্মের লোকের সঙ্গে সম্প্রীতি বজায় রেখে বসবাস করতে চাই। এবং আমাদের নবী হযরত মুহাম্মদ সাঃ এই শিক্ষাই আমাদের দিয়েছেন। এই সম্প্রীতি যেন ষড়যন্ত্র করে কেউ নস্যাৎ করতে না পারে এ ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে। তিনি বলেন,এ পর্যন্ত যতগুলো মন্দিরে ও সংখ্যালঘুদের উপর হামলা হয়েছে এর সঙ্গে জামায়াত শিবিরের কোনো সম্পৃক্ততা নেই ।
তিনি উল্লেখ করেন,নিরাপত্তার স্বার্থে প্রয়োজনে আমাদের সহযোগিতা লাগলে আমাদের নেতৃবৃন্দ আপনাদের মন্দির পাহারা দিতে প্রস্তুত । তিনি বলেন যারা সংখ্যালঘুদের উপর হামলা ও মন্দির ভাঙ্গার সঙ্গে জড়িত তাদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।
© Deshchitro 2024