“আন্দোলনে হত্যাকান্ডে জড়িতদের সঠিক তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনা হবে” 


কক্সবাজার, প্রেসক্লাবের নবগঠিত কমিটির কর্মকর্তাগণ জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরান ও পুলিশ সুপার মাহফুজুল ইসলামের সাথে মতবিনিময় করেছেন। ওই সময় জেলা প্রশাসক ও পুলিশ সুপার কক্সবাজার প্রেসক্লাবের নবগঠিত কর্মকর্তাদের স্বাগত ও শুভেচ্ছা জানান । জেলা প্রশাসক ও পুলিশ সুপার বলেন, ছাত্র-জনতার গণঅভ্যথানে পটপরিবর্তনের পর এখন দেশ গঠনে প্রশাসন ও পুলিশের সাথে সাংবাদিকদের একসাথে কাজ করতে হবে৷ তারা প্রেসক্লাব নেতাদের সহযোগিতার আশ্বাস দেন। 


পুলিশ সুপার মাহফুজুল ইসলাম বলেন, কক্সবাজারে ছাত্র আন্দোলনে যে দুজনের মৃত্যু হয়েছে তাদের মামলার নিরপেক্ষ তদস্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় আনা হবে৷ একই সাথে তিনি হত্যাকান্ডের বিচার নিশ্চিত করারও আশ্বাস দেন।


পুলিশ সুপার বলেন, কক্সবাজার সদর মডেল থানা ও ঈদগাও থানা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। কাজ করার মতোও কোন উপকরণ এই দুই থানায় নেই। তিনি যে কোন বেসরকারি সংস্থা ও ধনবান ব্যক্তিরা এই সংকটে এগিয়ে এলে

পুলিশ তাদের স্বাগত জানাবে।


বুধবার (১৪ আগষ্ট) দুপুরে কক্সবাজার প্রেসক্লাব কর্মকর্তাগণ পৃথক পৃথক ভাবে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে সাক্ষাত করেন। ওই সময় অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম ও সহকারি পুলিশ সুপার (ট্রাফিক)

জসিম উদ্দিন উপস্থিত ছিলেন৷


প্রেসক্লাবের নবগঠিত কমিটির কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি মাহবুবর রহমান, সহ-সভাপতি জি এ এম আশেক উল্লাহ, সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী, সহ-সাধারণ সম্পাদক ইকরাম চৌধুরী টিপু, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আনছার হোসেন, পাঠাগার ও মিলনায়তন সম্পাদক হাসানুর রশীদ, নির্বাহী সদস্য আতাহার ইকবাল, কামাল হোসেন আজাদ, আবু সিদ্দিক ওন্সমানী, এম আর খোকন প্রমূখ ৷

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024