আমি কফিল উদ্দিন আমি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে মেকানিক হিসাবে চাকরি করি,চাকরীর বেতন যা পাই তা দিয়ে সংসার নিয়ে কোনো রকম কষ্ট করে চলি,কোনো এক চরিত্রহীন ব্যক্তি মুখুশ উম্মোচন নামে পেক আইডি খোলে আমার নামে মিত্যা আজগুবি পোষ্ট করতেছে, যেখানে লেখা হয়েছে আমি ২হাজারের অধিক সরকারি টিউবওয়েল বিক্রি করে কুটিপতি হয়েছি অথচ সরকারি টিউবওয়েল বিতরনে আমার কোনো হাত বা অধিকার নেই,এমনকি এমপি উপজেলা চেয়ারম্যান যা লিষ্ট দেন এর বাইরে একটা টিউবওয়েল দেওয়ার এখতিয়ার আমার অফিসের বস এরও নেই আমি শুধু সামান্য মেকানিক হিসাবে চাকরি করি। আমি আমার বাবার রেখে যাওয়া পৈতৃক ভিটায় আমার বাবার রেখে যাওয়া পুরাতন টিনশেট ঘরে এখনো বসবাস করি নতুন নিজস্ব একটি ঘরও করতে পারিনি আমি নাকি কুটিপতি আমি উক্ত পেক আইডির লেখা দেখে কাউকে বিভ্রান্ত না হওয়ার অনুরুধ জানাচ্ছি উক্ত পেক আইডির পোষ্টের বিরুদ্ধে জোর প্রতিবাদ জানাচ্ছি এবং আমি উক্ত পেক আইডি শনাক্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বাঁশখালী থানায় জিডি করার প্রস্তুতি নিচ্ছি। সে উক্ত পেক আইডিতে আমার চরিত্র নিয়ে মিত্যা বিভ্রান্তি মুলুক লেখছে আমি তার জোর প্রতিবাদ জানাচ্ছি এবং উক্ত পেক আইডি শনাক্ত করার জন্য প্রশাসনের হস্তকেপ কামনা করছি নাহয় সে পেক আইডি দিয়ে আরও অনেক ভাল মানুষের সম্মানহানি করতে পারে

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024