গণহত্যায় জড়িত স্বৈরাচার ও তাদের দোসরদের অবিলম্বে বিচারের দাবি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মৌলভীবাজারের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) বেলা ১২টার দিকে 'রেজিস্ট্যান্স উইক' এর কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজার সরকারি কলেজের সামনে থেকে শতশত শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জড়ো হন।

মিছিলে শিক্ষার্থীরা, ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, স্বৈরাচার সরকারের ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই, আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না, হই হই রই রই আওয়ামীলী ছাত্র লীগ গেলো কই, ইত্যাদি স্লোগান দেয়।

পরে শহিদ মিনারে অবস্থান কর্মসূচি পালন এবং বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থীরা। সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মৌলভীবাজার জেলার প্রধান সমন্বয়ক আব্দুল কাদিরসহ অনেকেই। 

এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মৌলভীবাজার জেলার প্রধান সমন্বয়ক আব্দুল কাদিরসহ বলেন, যড়যন্ত্রকারীরা ১৫ আগস্টের টার্গেট নিয়ে দেশেকে অস্থিতিশীল করতে করতে চেয়েছিল। এ বিজয় শুধু ছাত্রদের নই। এ বিজয় ছাত্র জনতার। এখনো পরাজিত শক্তিরা নতুন স্বাধীনতাকে ধূলিসাৎ করার পায়তারা করছে। আমাদের লড়াই সংগ্রাম এখনও থেমে যায়নি। এ লড়াই চলবে।

এসময় ছাত্রজনতার গণঅভূত্থানে গণহত্যার দায়ে জড়িত স্বৈরাচারি হাসিনা সরকার ও তাদের দোসরদের অবিলম্বে গ্রেফতার করে বিচারের দাবিতে বক্তব্য দেন সাধারণ শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024