বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বগুড়ার সারিয়াকান্দিতে বিক্ষোভ মিছিল ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের আয়োজনে একটি বিক্ষোভ মিছিল পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বিকালে পৌর বিএনপি'র আয়োজনে পাবলিক লাইব্রেরি অ্যান্ড ক্লাবের সামনে ও সাবেক উপজেলা বিএনপির সভাপতি মাসুদুর রহমান হিরু মন্ডলর নেতৃত্ব বিক্ষোভ মিছিল এবং থানা মাড়ে অবস্থান কর্মসূচি পালন করা হয়। উপজেলা বিএনপি'র সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপি'র সহ সভাপতি ও সোনাতলা উপজেলার সভাপতি এ কে এম আহসানুল তৈয়ব জাকির।
উক্ত সভায় উপজেলা বিএনপি'র সভাপতি এ্যাড. নূরে আজম বাবুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক আতাউর রহমান প্রমুখ। সাংগঠনিক সম্পাদক শ্যামল মাহমুদ এর সঞ্চালনায় এতে উপজেলা ও ইউনিয়ন বিএনপি'র নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024