|
Date: 2024-08-15 14:37:44 |
কোটা সংস্কার আন্দোলনে নিহত শহীদ তানভীর ছিদ্দিকীর বাড়িতে গিয়ে খোঁজখবর নিয়েছেন জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নে অবস্থিত গ্রামের বাড়িতে গিয়ে তার খোঁজ খবর নেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন কক্সবাজারের পুলিশ সুপার মোঃ মাহফুজুল ইসলাম, মহেশখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ জয়নাল আবেদীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মীকি মারমা, বাংলাদেশ নৌবাহিনীর লে. কমান্ডার মোঃ ফজলে আলম রাহাত, সহকারী কমিশনার (ভূমি), মোঃ তাছবীর হোসেন, মহেশখালী থানার অফিসার ইনচার্জ সুকান্ত চক্রবর্তী। এছাড়াও মহেশখালী থানাসহ ছাত্র আন্দোলনের সমন্বয়কগণ এবং জেলা প্রশাসকের নির্দেশে শহীদ তানভীর ছিদ্দিকীর পরিবারকে উপজেলা পরিষদের পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
© Deshchitro 2024